কাল আমি রাজা ছিলাম
আজ আমি ফকির হলাম
সব বড় লোকেরাই অমানুষ
ওরা একেকটা টাকার ফানুশ মাত্র।
আজ ওরা আমাকে জেলবন্দী করলো,ওদের বংশধরেরাও এমনই ছিল
তাইতো ঐ সম্বন্ধীরা আমাকেও গ্রাস করলো
আমার অভাবগ্রস্থ জীবন ওদের তামাশার খোরাক
ওরা বেঁচে আছে; ওদের বিবেকটা মরে গেছে
তাই দেখি যতই; হইনা অবাক ।
অবাক হই বিধাতার নিয়ম দেখে
অবাক হই শিক্ষিত মানুষের অজ্ঞতা দেখে
মূর্খতার স্বর্গে আমার দম বন্ধ হয়ে আসে
দম বন্ধ হয়ে আসে পাখি প্রজাপতিদেরও
বড়লোকের অবলীলার ক্ষেত্রে নিটোল পাত্র হতে আর মন চায় না।