কবে যে পুঁতেছি বীজ
মনে পড়ে না
এতো অজস্র ট্রেন ছুটে গেল
শেষ হল কত আগুনের মৃতদেহ
বয়ে নিয়ে গেল নদী-
কত পুরাতন শব্দের কচুরিপানা
যখন পা’য়ের দু চোখে ঘুম ঘুম
পৃথিবীর রক্ত যখন ক্ষুধার্ত-
বীজ থেকে জন্ম নিচ্ছে
অজস্র কবিতার সবুজ ধান
কবে যে পুঁতেছি বীজ
মনে পড়ে না
এতো অজস্র ট্রেন ছুটে গেল
শেষ হল কত আগুনের মৃতদেহ
বয়ে নিয়ে গেল নদী-
কত পুরাতন শব্দের কচুরিপানা
যখন পা’য়ের দু চোখে ঘুম ঘুম
পৃথিবীর রক্ত যখন ক্ষুধার্ত-
বীজ থেকে জন্ম নিচ্ছে
অজস্র কবিতার সবুজ ধান