নিভে যাওয়া নক্ষত্রের কাছে দাবি করার আছে অনেক–,
কিন্তু করবোনা।
আমার মৃতদেহ সৎকারের পরে আরও বেশি করে মরে যাওয়া উচিত
কিন্তু মরবো না।
এই কোলাহল বিছানো শহরের মাঝে আমার বিচরণের স্মৃতি থাকার কথা
কিন্তু থাকবে না।
গুল মোহরে রঞ্জিত প্রহর যাপনের কথা আঁকার কথা ছিল
কিন্তু আঁকা থাকবে না।
বিভ্রান্তির গায়ে শান্তি মিশে গেলে ভালো হতো–,
কিন্তু মিশবে না।
লৌকিকতায় মৌখিকতার প্রমাণ সরে সরে যায় দূরে
মুখপত্রের লোকালয়ে মুখের বিবেচনা আছে অচেনা,
চেনা গেলে ভালো হতো
কিন্তু যাবে না চেনা।
অষ্ট প্রহরের নীলাচল কৌশল গিলে খায়
কোন অগ্রদূতের রাক্ষসী প্রলোভন দিবালোকে তাকায়
এসব দিনের কামনা থেমে গেলে বেশ হতো,
কিন্তু থামবে না।
কুশপুত্তলিকা সাথে আন্দোলনের সহবাস মুছে যাওয়া মোর প্রার্থনা
তবু বেঁচে থাকে প্রার্থনা।
সফল যৌবনে লেপ্টে থাকা ক্রোধের বিবরণ
জাগানোর কথা ছিল শিহরণ,
করিয়াছি তপস্যা আমরণ—
তবু শিহরণ জাগল না; জাগল না তার ব্যাকরণ।