প্রভাবশীল ফোস্কা পড়ছে মানসিক শরীরটার ওপর
যেখানে-সেখানে যখন-তখন –
বাসন্তিক ফুরফুরে হাওয়ায় যথেষ্ট
আরামদায়ী হল না এই পচনশীল
সায়াহ্নে-অপরাহ্নে।
অথচ দিব্যশক্তি চুপিচুপি দিয়েছে অনেক
মন্ত্রণা -আগুনে হাত রাখার
জোরালো সাধ আর জয়ীর অলীক স্বপ্ন-বিভা।
প্রভাবশীল ফোস্কা পড়ছে মানসিক শরীরটার ওপর
যেখানে-সেখানে যখন-তখন –
বাসন্তিক ফুরফুরে হাওয়ায় যথেষ্ট
আরামদায়ী হল না এই পচনশীল
সায়াহ্নে-অপরাহ্নে।
অথচ দিব্যশক্তি চুপিচুপি দিয়েছে অনেক
মন্ত্রণা -আগুনে হাত রাখার
জোরালো সাধ আর জয়ীর অলীক স্বপ্ন-বিভা।