নিদ্রাহীন,
কিছু ঘুম লেখো আজ চোখের সাগর জুড়ে
বলতে চেয়েছি বারে বারে –
বারে বারে এঁকেছি নীরব কথা মালা।
নীরবতা শুনতে পাও?
অনুভব করতে পারো হৃদয় দিয়ে?
হয়তো হ্যাঁ অথবা না – জানি না।
তোমাকে মনের মতো করে গুছিয়ে নিই স্বপ্নে।
কিন্তু ঘুম হীন এ দুটি চোখে স্বপ্ন আসে না আর।
তাই বাস্তবের আঙুলে কিছু কল্পনা বুনি, –
রঙিন সুতো তে বড্ড নেশা আমার ।
যখন হারিয়ে যাই নিজের কাছ থেকে,
তখন তোমাকে নিয়ে আমার ভাবনা গুলোই আমাকে নতুন করে আবিষ্কার করে।
তোমার অজান্তেই খুঁজে আনো
আমায় আগুনের ভেতর থেকে।.
নতুন জীবন দাও।
মূর্তি থেকে বেরিয়ে আসি,
শ্বাস নিই আবার,
প্রাণ পাই ।
রঙ তুলির ছবির অধরের তিল টি যেনো গোলাপি আদুরে হাসি তে জীবন সাজায় আবার ।
আর তোমার আমার অস্পর্শ মিলনে জন্ম নেই হাজার হাজার কবিতারা।।