ক– কবি তুমি প্রতিভার বিরল আধার
বি- বিদ্রোহী চেতনায় বিস্ময় অপার।
কা- কালের বুকেতে রবে স্মরণীয় হয়ে
জি- জিগীষার দিশারী গো সুযশটা লয়ে।
ন–নবীন যৌবনে তুমি বহ্নি দিলে জ্বেলে,
জ– জনমনে অগ্নিতেজে দ্রুত ছায়া ফেলে।
রু– রুদ্র ভৈরবী টঙ্কারে অগ্নিবীণা বাজে,
ল— লক্ষ প্রাণে মশাল যে দীপ্ততেজে রাজে।
ই– ইতিবৃত্ত লেখা রবে চিদাকাশ জুড়ে,
স— সময়ের পৈঠা বেয়ে জন হৃদি পুরে।
লা– লালিত বাসনা তব জন হিত কাজে
ম– মহতী প্রাণের কবি বিশ্ব হৃদে রাজে।