আমি জানতাম না
আতিথেয়তা পয়সা দিয়ে ক্রয় করা যায়
আমি জানতাম না
অর্থ ব্যয় না করলে বন্ধু পাওয়া যায় না
আমি জানতাম না
হিসাব-নিকাশ না করে কারো সাথে কথা বলতে নেই
আমার জানা ছিল না
তোমার সাথে আমার এত অমিল হবে
অর্থভাণ্ডার শূন্য থাকলেই যে জীবনটাই শূন্য হয়ে যায়-
একথাও আমার জানা ছিল না,
আমি জানতাম না
অর্থ এবং স্বার্থর এত ঘনত্বপূর্ণ বন্ধুত্ব
সম্পর্কটাকে কেন্দ্র করে কত স্বপ্ন দেখেছিলাম–
সব স্বপ্ন আজ মৃত
সব স্বপ্নের দরজায় আজ টানলাম লাগাম
মৃত স্বপ্নগুলো আর বেঁচে উঠবে না
আর্থিক মূল্যায়নে আমি তোমাদের থেকে অনেক পিছিয়ে আছি
আমি জানতাম না
আমার এই পিছিয়ে পড়াটাই একদিনআমার পরিচয় হবে।
আমার জানা ছিল না
জীবনের সমস্ত পরিচয়ই অর্থ মূল্যের দাঁড়িপাল্লায় মূল্যায়ন করা হয়।