বেশ আছো সময়ের হওয়া,বিধানগুলো দোলছো,
উঠাচ্ছো-বসাচ্ছ খেলাচ্ছো নাকে দড়ি বেঁধে।
মাতাল করছো তুড়ি মেরে ভেতরে-বাহিরে,
পলকা নেশার আকর্ষণ,বিপরীতে আছে বিকর্ষণ-
সৃষ্টির স্বাদে নির্ভীক কালবৈশাখী টান দিয়ে সব ছিঁড়বে।
প্রত্যূষ মেলবে ডানা সূর্য ছড়াবে আগুন-
জ্ঞানার্জনে উত্তরাধিকার একত্রিত হবেই মিছিলে।
তোমার অহমের সিংহাসন একদিন হবে শূন্য,
আজকে তুমি অদ্বিতীয়ম, কালকে রাস্তার ভবঘুরে
অভ্রভেদী তোমার পাষান বেদী- ঘৃণার নব সংস্করণ।
সাদা পাতায় পড়বে আঁখর,অচেতনের ঘুম ভাঙবেই,
অনন্তকালের বিচারশালা নিত্ত্বিতে তা তুলবেই।
সত্যের জয়কারে উড়বে নিশান অনন্ত স্পৃহায়,
তোমার বন্দি শিবির ভাঙবে শেকল মুক্তিজোয়ারে ভাসবে ,
তোমার খাসমহলের সিংদরজায় শোষিতের স্লোগান উঠবেই।