আজ ওরা হয়ে গেছে বাতিলের দল,
অচল হয়েছে তারা ছিল যা সচল।
তামা দিয়ে গড়া এক পয়সার মায়া,
মনে পড়ে শুধু আজ যেন ছায়া ছায়া।
দুইটি পয়সা আর দশের আকার,
ঢেউ তোলা কিনারায় এক চেহারার।
তিন নয়া পয়সার ছয়টি সে কোন ,
নেই নয়া পয়সার উপঢৌকন।
পাঁচ নয়া চৌকোনা তার ছিল দাম,
ঝালমুড়ি যেত পাওয়া আর গোটা আম।
বিশ নয়া সোনালী যে,তারো দিন শেষ,
শুধু আছে পড়ে তার ব্যথা ভরা রেশ
সিকি আধুলিরা যেন আজ রূপকথা ,
সেযুগ গিয়েছে, আজ বুক ভরা ব্যথা।
যুগের মানুষ বলে সেসব কথায়
এত খোঁজ করা কেন কে আসে কে যায়!
একদিন পেয়েছিল কদরে আদর
আজ তারা গেছে নীচে পড়ে পাওয়া দর।
কালের চাকার নীচে পিষ্ট জীবন,
যাওয়া আর আসা তো এটাই নিয়ম।