আবার আসবো ফিরে আমি
করেছিলাম অঙ্গীকার,
পাহাড় নদী বন সাক্ষী রেখে
গিয়েছিলাম বিভুঁই পার।
বলেছিলাম যদি তুমি আমায়
তেমন ভাবে ডাকো, দুটি চোখে
থাকে যদি ভালোবাসার ছোঁয়া
ফিরে আসবো নিমেষ পলকে।
করেছি অঙ্গীকার –,
যতই থাকি দূরে আসবো ফিরে
চাঁদের মত অলখ টানে,
ফিরবো তোমার নীল অরণ্য আঁচলে
মনের জলতরঙ্গ বাজবে মধুর তানে।
শীতের পৌষালি রোদ আজও সাক্ষী।
ছিল অঙ্গীকার –,
ভালোবাসার মেঘ হবো
ঝরবো অঝোর ধারায়,
গভীর রাতের জ্যোৎস্না হবো
যদি তুমি ডাকো সেভাবে আমায়।
আবার করবো দেখা সেই বেগুনী
বুগনভেলিয়া তলায়,
অপেক্ষায় থাকবে তুমি, হয়ে অধীর
আসবো আমি গোধূলি বেলায়।
আপন অন্তর মাঝে সদা রবে তুমি
ছিলো অঙ্গীকার –,
অনুরাগে সিক্ত করে রাখবো তোমায়
নিয়ে চিরতরে সমস্ত দায়ভার।