এই হল এক বিকলাঙ্গ দারোগার বাড়ি।
লাল ত্রিকোণের স্বপ্ন দেখে আরাম চেয়ারে বসে আছে।
এই তৃণভূমি, অস্ত্রাগার, কাফে
ক্ষিতি, লয় ও প্রলয়
সব ছেলেদের হাতে চলে যাবে?
কে? কে ফিসফিস করে এত রাতে বাইবেল পড়ছ?
মলদ্বার, মূত্রদ্বার থেকে আজ ফের রক্ত পড়েছে।
মাও সে তুঙের মুখ ভেসে ওঠে
হবে না, হবে না
আর কোনওদিন এই তৃণভূমি, অস্ত্রাগার, কাফে আমার হবে না।