অকৃতজ্ঞ মানুষ যারা
নেইকো মনে লাজ,
শুভবুদ্ধি হারিয়ে তাই
করছে মন্দ কাজ।।
স্বার্থ লোভে মিঠে কথায়
মন ভোলাতে চায়,
ফাঁকটা পেলেই বিদ্রুপেতে
নিন্দামন্দ গায়।
উপকার কেউ করলে পরে
দেখান প্রীতির ভান,
কাজ ফুরালে পাজীর মতোই
মুখ বেঁকিয়ে চান।।
মানুষ রূপে জন্ম নিয়ে
মানবতা নাই,
অতি অধম নরাধম যে
নেমকহারাম তাই।
ভাবে নাতো কৃতকর্মের
শাস্তি পাবে ঠিক,
বিচার হবে কড়ায় গন্ডায়
সবাই বলবে ধিক্।