জানি তুই দূরে
বেহাগের সুরে
তোকে খুঁজি রোজ স্বপ্নের পুরে
পুড়ে যায় মন
কেন অকারণ
ঘুম ভাঙা চোখ জ্বলছে ভীষণ
কমে যায় কথা
কাঁদে নীরবতা
ধুলো মাখা চাঁদ লেখে কথকতা
তবু অবসরে
ছুটি তোর ঘরে
ঢলে যায় দিন অভ্যাস তরে..
জানি তুই দূরে
বেহাগের সুরে
তোকে খুঁজি রোজ স্বপ্নের পুরে
পুড়ে যায় মন
কেন অকারণ
ঘুম ভাঙা চোখ জ্বলছে ভীষণ
কমে যায় কথা
কাঁদে নীরবতা
ধুলো মাখা চাঁদ লেখে কথকতা
তবু অবসরে
ছুটি তোর ঘরে
ঢলে যায় দিন অভ্যাস তরে..