যতক্ষণ পিতা মাতা আর স্বামী থাকে
ততক্ষণ নিশ্চিন্তের সময়েতে রাখে।
বটবৃক্ষ সরে গেলে অন্ধকারে ডোবে
শ্বাপদ বিপদ এসে অশান্তিতে ছোঁবে।
উঠে পড়ে বাঁধা কাটে পরিশ্রমে গড়ে
সংসার চালানো কাঁধে মনোবল ভরে ।
ঠোক্কর খেয়েই শেখে বাঁচে মনোবলে
অনটন ঠেলে ভাগ্য অকস্মাৎ চলে।
আত্মবিশ্বাসেতে গড়া নারীর মর্যাদা
আপন সৃষ্টির মাঝে হয় নামজাদা।
সত্যের সন্ধানে মেলে বিশ্বাসের ঘর
নৈতিকতা মানবতা স্থৈর্য ধৈর্য পর।
নৈরাজ্যের সাম্রাজ্যতে আত্মবল আনো
আন্দোলিত ভাগ্যচক্র শক্ত হাতে টানো
অহোরাত্র পরিশ্রম হাস্য মুখে করো
ফল লাভ পাবে শেষে আরাধনা ভরো।