Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » হেরে গেলেন জীবন্ত ঈশ্বর || Rana Chatterjee

হেরে গেলেন জীবন্ত ঈশ্বর || Rana Chatterjee

ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়েছিলে তুমি,
নিদ্রাহীন ক্লান্তিহীন পরিষেবায় নিজেকে উজাড় করে
রাত্রি জাগরণে তুমি ছিলে স্বপ্নসন্ধানী জীবন্ত ঈশ্বর!

পাড়া-প্রতিবেশী,আত্মীয় স্বজন,শুভাকাঙ্ক্ষী
সর্বোপরি মা বাবার চোখে জেগে থাকা এতকালের
সবকিছু আশা-আকাঙ্ক্ষা তাবলে এভাবে পুড়ে ছাই!
মানতে পারছে না মন,ভয় আলোড়ন শিহরনের রন্ধ্রে
এক মুঠো প্রশ্ন উঁকি দিয়ে চলেছে অহরহ!
যুগে যুগে রক্ষকরা ভক্ষকের আচরণে বহাল জানি,
তাবলে নারী সমতার বুলি আওড়ানো,বেটি বাঁচাও,
কন্যা সমৃদ্ধির ঢক্কা নিনাদেও ঝরবে অকালে তাজা প্রাণ!
বছর বছর সুধী নাগরিক বৃন্দের আফসোস,সমবেদনা
মোমবাতি মিছিল অনেক তো হলো মহামান্য বিচারপতি।
লাল ফিতেয় বাঁধনে কিছুদিন আলোচনার শীর্ষে থেকে
আবার আর একটা নৃশংসতার জন্য অপেক্ষা কেন!?

আজকেও এক সিভিক পুলিশ কোনো মহিলাকে শাসিয়েছে,
” আরজি কর করে দেবো বেশি বাড়লে!”ভাবা যায় ঔদ্ধত্য!
অন্যায় করে এতটুকু পাপ বোধ না হওয়া কাদের,
আমরা সমাজ নিরাপত্তায় বহাল হতে দেখছি!
প্রশিক্ষণবিহীন এইসব কারা পাচ্ছে সমাজ রক্ষার দায়িত্ব!

খিদে পেলে যারা পেট ভরে গিলতে দৌড়ায় অসংখ্য,গজিয়ে ওঠা সুলভ বিয়ার শপে!

সরকারি উর্দি কাজে লাগিয়ে তোলা আদায়,
কাটমানি হাত বদলে পৌঁছায় বড়নেতার পকেটে!
মাতাল হয়ে ওঠা যুবসমাজের নেশা চড়ুক,
ভরে উঠুক এভাবে রাজ্যের কোষাগার!
লুট হোক মা,বোন মহিলাদের আব্রু!!
ওদিকে সরি সারি সাঁজোয়া ,উৎসব মুখর
স্বাধীনতা দিবস পালনের তোড়জোড়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *