হেমন্তেরই বাতাস ছুটে,
মিষ্টি আমেজ হাওয়ায় লুটে,
তন্দ্রাবতীর তন্দ্রা টুটে,
ফুলের গন্ধে অলি জোটে।
শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণে,
পুলক জাগে মনে-প্রাণে,
বিহঙ্গেরা মাতলো গানে,
উঠলো জোয়ার প্রেমের বানে।
নব ঋতুর নব গীতি,
দূর হয়ে যাক দুখের স্মৃতি,
জাগুক মনে নতুন প্রীতি,
ছড়িয়ে পড়ুক জ্ঞানের জ্যোতি ।
সাঁঝের আকাশ রঙে ভরা,
স্বর্ণ দিয়ে যেন গড়া,
ধরিত্রী আজ পাগলপারা,
মনটা যে আজ আত্মহারা।