কিছু মানুষ হারিয়েই যায়…
অচিন পুরের ঠিকানায়…
সব ফুরিয়ে,যায় হারিয়ে,
আমরা তবুও অপেক্ষায়….
আসুক ফিরে শুধুই বলি,
সিঁধ কাটে মন চোরাগলি,
নিঝুম রাতে স্বপ্ন আসে,
স্মৃতির কোলাজ মিষ্টি হাসে।
মেঘের দল ভাসছে ভাসুক,
মানুষটা তো ফিরে আসুক..!
বজ্র বিদ্যুৎ ধমকে বলে,
এটাই নিয়ম জগৎ চলে,
নতুন নতুন জন্ম যেমন,
মানুষ হারায় ফেরেনা তেমন।