Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » হরিনাথ সরকার যা বলতে পারেননি || Nitish Burman

হরিনাথ সরকার যা বলতে পারেননি || Nitish Burman

হরিনাথ সরকার কী বলে গেছেন তা কারোর
মনে নেই,আমরা সবাই আধো ঘুমে
আধো জাগরণে তাকাই শূন্য চরাচরে,
নিজের ছায়াকেই আজ বড়ো ভয় হয়
আমার সাথে থাকেনা ,মিশে যায়
একদল হায়নার ভিড়ে,অট্টহাস্যে
ফেটে পড়ে আমাকে দেখে ;
তখন হরিনাথ সরকার খোঁজেন পায়ের নীচের
হারানো মাটি, বসত বাড়ি,
নিকানো উঠোনে হলুদ মায়াবী পৃথিবী ,
কী ভীষণ আর্তনাদ করে ওঠে হরিনাথের স্বপ্নগুলো !
শরৎ সন্ধ্যায় চন্ডীতলার যে কুহকী বাতাস
বয়ে আনত শীতল আবেগ , ফসলের ঘ্রাণ,
আজ তারই আকাশে ভেসে বেড়ায় পোড়া গন্ধ,
অগ্নিদগ্ধ বাস্তু ভিটেটার কথা হরিনাথ
বলতে পারেননি ,বলতে পারেননি ভস্মের মাঝে খুঁজে পাওয়া কৌটোর ভেতর সিঁদুরের রঙ কতটুকু কালো ছিল,
আর দগ্ধ চৌকাঠে
দুর্গার মুখখানা কী ভয়ানক দেখাচ্ছিল !
হরিনাথ সরকার আরো বলতে পারেননি
তার সোমত্ত মেয়েটা পালাতে গিয়েও কেন
কোনো পথ খুঁজে পায়নি।
হরিনাথ সরকার বলতে পারেননি
তুলসীতলায় সাঁঝে দীপহীন
স্তব্ধতার আড়ালেও এক মুঠো ছাই
কীভাবে হাওয়ায় ভেসেছিল।
শুধু সাতপুরুষের ভিটের ‘পরে দাঁড়িয়ে
নিজেকে শুধিয়েছিলেন- আমার দেশটা কোথায় !
হরিনাথ অবাক চোখে তাকিয়ে ছিলেন সেই পথে
যে পথ মিশে গেছে বিকেলের হাটে
নদীর কল্লোল ,কাশেম ,মহিম আর মজিদের সাথে
মিশে গিয়ে সময় কাটত মুর্শিদি গান আর কীর্তনে।
কাশেমরাও আজ পরাভূত,
ওদের আওয়াজও আজ কন্ঠরুদ্ধ ..
ও হরি ,হে আল্লাহ ,আজ নিস্তব্ধ চরাচরে
জেহাদি জল্লাদের দল অবিরাম কলুষিত
করছে আমার সাত পুরুষের মাটি, আমার ধুলিকণা,
আমার আলো,আমার হাওয়া জলকে,
হরিনাথ সরকার আরো বলতে পারেননি আগুনের
ফুলকির মত অগ্নি শলাকার আঘাতে তার দুচোখে
কেমনতর আঁধার নেমেছিল
মৃত্যুর আগেও হরিনাথ সরকার বলতেই পারেননি তার ভিটে মাটি
তার দেশটা ঠিক কোথায় ছিল !

[ কবি শামসুর রাহমানের ‘ হরিনাথ সরকার বলছেন ‘ কবিতাটিকে স্মরণে রেখে।]

777 thoughts on “হরিনাথ সরকার যা বলতে পারেননি || Nitish Burman”

  1. হরি নাথ সরকার ভিড়ে মাটি ছাড়ার যন্ত্রণা জানতেন — অসাধারণ উপস্থাপনা

  2. উদ্বাস্তু হওয়ার কষ্ট ছবির মত ফুটে উঠেছে এই কবিতাটি তে। অসাধারণ।

  3. অসাধারণ লেখা দেশ ভাগের যন্ত্রনা ফুটে উঠেছে।

  4. অসাধারণ। ভিটেমাটি ছেড়ে আসার যন্ত্রনা ফুটে উঠেছে কবিতাটিতে।

  5. অসাধারণ | খুব ভালো লাগলো | আগামীতে কবির কাছে আরো অনেক প্রত্যাশা রইলো |

  6. বাস্তু ভিটা ভস্ম হওয়া, সোমত্ত মেয়েটার পালাবার রাস্তা খুঁজে না পাওয়া, ঝলসে যাওয়া দূর্গা প্রতিমা – বড় যন্ত্রনাময় অভিজ্ঞতা। ভিটে-মাটি ছাড়ার যন্ত্রনা কি নিপুনভাবে প্রকাশিত কবিতায়। অসাধারণ ………

  7. দেশ ভাগের বেদনাতুর স্মৃতি মনে করিয়ে দিল এই কবিতা | বর্তমান সময়ের হিন্দু মুসলমানের পারস্পরিক অবিশ্বাশের
    বাতাবরণে সামান্যতম প্রলেপ যদি এই কবিতা দিতে পারে সেটাই হবে এই লেখনীর স্বার্থকতা | এই কবিতা শুধু সমকালীন শুধু নয় এ চিরকালীন | কবির কাছে প্রত্যাশা বেড়ে গেলো |

  8. ধর্মের চক্রব্যূহে মানবতা যুগ যুগান্ত ধরে নিজেকে উৎসর্গ করে আসছে শুধু একটু শান্তির জন্য। কিন্তু সেই শান্তির মরীচিকা চিরকাল অধরাই থেকে গেছে। আর তাই বুঝি আমাদের খুঁজে বেড়াতে হয় নিজের দেশ।

  9. কী দারুণ লেখা, খুব ভাল লাগল।বাস্তুহারাদের আত্মকথা।

  10. কী সুন্দর কবিতা পড়লাম,দেশটি ঠিক কোথায় এটা আমারও প্রশ্ন।দারুণ।

  11. অপূর্ব কথামালা,মন ভরে গেল।খুব ভাল লাগল লেখাটা।অনেকদিন পর ভিটে মাটির যেন সোঁদা গন্ধ পেলাম।

  12. নীল বর্মণ

    প্রাণ ভরে গেল, এমন ব্যথা ভরা আখ্যান পুরনো দিনের কথা মনে করিয়ে দিল।

  13. সুন্দর ফুটে উঠেছে বাস্তু ভিটেহারা মানুষের কথা।

  14. খুব সুন্দর একটি অব্যক্ত কান্নার শব্দ ভেসে আসল কবিতার মধ্যে,দেশের খোঁজে আজীবন হাজার হাজার হারাধন অজানা পথে ঘুরে মরছে।

  15. বাঃ, অপূর্ব কবিতা, ভাষার কি সুন্দর ব্যবহার উঠে এসেছে।

  16. দেশভাগের ব্যথা আমাদের সবার হৃদয়েই জমে আছে, তা খুব সুন্দর প্রস্ফুটিত হল এই কবিতায়

  17. কি অপূর্ব কবিতা, মনের ভেতরে জমে থাকা না বলা গল্পগুলো যেন চোখে দেখতে পেলাম।

  18. খুব ভাল লাগল কবিতাটি।বাস্তুভিটা হারানোর ব্যথা ফুটে উঠেছে সুন্দর ভাবে।

  19. Dr. Sailendra Ch Darkar

    কি ভাল কবিতা লিখলি বন্ধু, অনেক ভালবাসা রইল।এমন ভাবে লিখে যা।

  20. কি সুন্দর ভাবে ফুটে উঠেছে, বাস্তবতার কাব্য,যারা আমরা ওপার থেকে বাস্তহারা হয়ে এসেছি তাথের কথা উঠে আসল।

  21. খুব ভাল লিখলি নীতীশ, অপূর্ব ভাবের প্রকাশ। এভাবে এগিয়ে যা, খুব ভাল থাকিস।

  22. খুব ভাল লাগল নীতিশ, খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে অসহায় বাস্তভিটা হারা মানুষদের কথা। রিফিউজি হয়ে একবার এসেছি সবাই, আবার সেই স্মৃতি গুলোকে উসকে দিল এই কবিতা।

  23. সুন্দর ভাবের প্রকাশ। মনের জমানো কথাগুলো অকপট বেরিয়ে এল সুন্দর একটি কবিতার মধ্যে। ভাল থাকিস।

  24. অসাধারণ কবিতা। কবি নীতীশ বর্মনকে অভিনন্দন জানাই এরকম সুন্দর একখানা কবিতা লেখার জন্য। ধন্যবাদ।

  25. খুব সুন্দর উপস্থাপনা। কবি নীতিশ বর্মনকে জানাই অভিনন্দন ।

  26. প্রাণ মন ভরিয়ে দিল কবিতাখানি, অসাধারণ লেখায় ধরা দিল ফেলে আসা মা দিদিমার দিনগুলোর কথা।

  27. চমৎকার, জীবনের এক অসহায় দিক আয়নার মত দেখতে পেলাম।

  28. খুব ভাল লাগল মামা, খুব সুন্দর ভাবে হরিনাথ সরকারদের চিরন্তন আত্মকথা কবিতার ভাষায় প্রকাশ পেয়েছে। দারুন।

  29. অসাধারণ কবিতার ছন্দমালায় এক বাস্তুহীন জীবনের গল্প বলা হয়েছে।

  30. উৎপল ভট্টাচার্য্য

    খুব সুন্দর কবিতা । দেশ ভাগের জন্ত্রনা ও সবাইকে হারানোর বেদনা নিপুণ ভাবে ফুটে উঠেছে ।

  31. উৎপল ভট্টাচার্য্য

    খুব সুন্দর কবিতা । দেশ ও সবাইকে হারানোর বেদনা নিপুণ ভাবে ফুটে উঠেছে ।

  32. অসমাপ্ত জীবনের কাব্যগাথা,দেশভাগের দুস্থ মানুষের কথা উঠে এসেছে।

  33. এমন ভাবে পরিবেশিত হল এক বাস্তুহীন জীবনের কাহিনি, খুব মন কেরে নিল।

  34. অপূর্ব কবিতা, খুব ভালো লাগলো, হরিনাথ সরকারের কান্না প্রতিটি হৃদয়ের কান্না যারা নিজের ভিটেতেও অচ্ছ্যুত হয়ে আছে।

  35. অপূর্ব কবিতা আর সুন্দর ভাষার ব্যবহার, মন ভরিয়ে দিল।

  36. শব্দ চয়ন খু সুন্দর, ছবির মত ভেসে এল সামাজিক প্রেক্ষাপটের এক নির্মম চিত্র। অসহায় হরিনাথ সরকারের আর্তনাদ উপেক্ষিত আজ ঘুণধরা সমাজে।তাই সেই কন্ঠ, প্রতিবাদের কন্ঠ আজ একদল হায়নার কাছে পরাজিত। সবার বিবেককে জাগিয়ে তোলার কবিতা।

  37. প্রীতিলতা নাগ

    অসাধারণ শব্দ চয়নে মুগ্ধতা রেখে গেল একরাশ। কবি কবিতার প্রারম্ভেই এক অসহায় হরিনাথের জন্ম আর তার ভিটেমাটি দেশের কথা বলতে গিয়ে এক অপ্রত্যাশিত যন্ত্রণার কথা তুলে এনেছেন। অসম্প্রদায়িকতার চরম নির্যাতনের কাহিনির যেন দলিল বা সাক্ষী এই কবিতা। বস্তুত আগেকার সময়, আগেকার মানুষদের মধ্যে সৌহার্দ্য প্রীতি আজ যেন কঠিন রাজনৈতিক চাপে ওষ্ঠাগত। মূল্যবোধের অবক্ষয়ের যেন শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা। ফেরার সম্ভবনা আদৌ আছে কি? প্রশ্ন রেখে দেয় কবিতা খানি।অনেকদিন পর ভালো কবিতা, সমাজ সচেতনতার কবিতা পড়লাম। নতুন প্রজন্মকে ইতিহাসের পাতা থেকে যথাযথ মর্যাদায় শিক্ষা নিয়ে এই সমাজকে নতুন করে গড়ার শিক্ষা নিতে হবে।সেই প্রত্যাশাই রইল শেষে।

  38. অনেক শুভেচ্ছা ও শুভকামনা ভবিষ্যতের জন্য। ভালো কবিতা খানি।

  39. Onek valo kobita. Pore mone holo sei choto belar gramer por gram border par hoye kivabe saranrthi hoye ek desh theke arek desh e chole eseche lakh lakh lok, se sob dukho kosto manusher jiban prbajer ek ongo chilo. Koto soto Harinath er vite mati hariyeche se somoy. Swopno bhongo hoyeche nar nar.

  40. অনেক শুভেচ্ছা। ভাল কবিতা পড়লাম। এমনি ভাবে লিখে যাও।অনেক আশীর্বাদ রইল।

  41. Nanda Kishore Bhattacharjee

    কাব্যিক দৃষ্টিকোণ থেকে একটি অসাধারণ দেশ বিয়োগের যন্ত্রণার কবিতা। সার্বিকভাবে আশাবাদী মানুষের দৃষ্টি ভঙ্গি একদিন বদলাবে।

  42. অসাধারণ পংক্তি মালায় সাজানো সুন্দর একটা ব্যথিত হৃদয়ের কবিতা। পড়ে ভালো লাগলো। এভাবেই দেশ কাল ব্যাপী অনেক হারাধন ভিটে মাটি ছেড়ে পালিয়ে গেছে দেশান্তরে। কালের নিয়মে সব আজ ইতিহাস হয়ে আছে।

  43. শ্রেয়সী চৌধুরী

    বাস্তব অস্থির সময়ের বলিষ্ঠ কবিতা। প্রতিবাদী কবিতা।

  44. অসাধরণ কাব্যিক ভাবের প্রকাশ । খুব সুন্দর উপস্থাপন। বর্তমান অস্থির পরিস্থিতির এক বলিষ্ঠ কবিতা।

  45. মুগ্ধতা রেখে গেল একরাশ। বাস্তুচ্যুত মানুষের কথা সুন্দর ভাবে বলা হয়েছে।

  46. অশান্ত সময়ের উপযুক্ত কবিতা। পড়ে ভালো লাগলো।

  47. অপূর্ব নিবেদন। খুব প্রাণবন্ত কবিতা। দেশভাগের কথা মনে করিয়ে দিল।

  48. বিপুল চাকী

    শুরুতেই অনেক অভিনন্দন জানাই। দেশ বিপর্যয়ের এক সুন্দর নিবেদন। ভালো লাগলো বেশ। ঘটনা গুলো যেন চোখে ভেসে আসল। নিপুণ ভাবে তুলে ধরা হয়েছে এক ক্ষয়িষ্ণু সমাজের কথা।

  49. বীথিকা দাশ

    বাঃ, অদ্ভূত ভালোগার কবিতা। হরিনাথ সরকার তার ভিটেমাটি, ঘরবাড়ি,দেশের হারানো স্বপ্নগুলো নিয়ে যেন ভেসে বেড়াচ্ছে এ প্রান্ত থেকে ওপ্রান্তে। ভিতরের এক ব্যথা যেন জড়িয়ে আছে সমস্ত কবিতা জুড়ে।

  50. So nice to see and happy to comment here for a charming poem of humanity.Human rights should be patronised all over.

  51. অসংখ্য শুভকামনা রইল, সুন্দর কবিতার সুন্দর ভাবের প্রকাশ।

  52. মন ছুঁয়ে যাওয়া কবিতা, সুন্দর উপলব্ধির কবিতা। আর্ত মানুষের বাঁচার লড়াইয়ের কবিতা। বাস্তুভিটে হারা, সমাজের ছুঁড়ে ফেলা অকথিত মানুষ জনের কবিতা, ভীত সন্ত্রস্ত হয়ে তিল তিল করে ধুঁকে মরা বা বাঁচার জীবনের কবিতা, হারানো সোনালী সময়ের আত্ম সমালোচনার কবিতা। বিবেক কে জাগিয়ে তোলার কবিতা। বড় ভালো স্বপ্ন দেখানো পথের কবিতা।

  53. সুন্দর সৃষ্টি। বাংলা সাহিত্য নেটের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। এভাবে কবিতা গুলোর সংরক্ষন নিসন্দেহে বাংলা সাহিত্যকে উৎকৃষ্ট করবে।

  54. Rajashree Bhattacharjee

    অনন্য অনুভূতির কবিতা। অন্য রকম লেখা। বাস্তবতার কবিতা। জীবনের ঘাত প্রতিঘাতে অবহেলিত মানুষের বাঁচার লড়াইয়ের কবিতা।

  55. রবিউল ইসলাম

    অনেক সুন্দর ভাবের প্রকাশ, সুন্দর ভাবে ফুটে উঠেছে ফেলে আসা দেশ বাড়ির কথা।

  56. অপূর্ব নিবেদন। সুন্দর ভাবে বর্ণিত হয়েছে এক অস্থির সময়ের কথা।

  57. দেশভাগের সময় মানুষের অসহায় অবস্থার এক সুন্দর প্রতিবেদন যেন ফুটে উঠল কবিতার ভাষায়। অনেক সুন্দর কবিতা।

  58. অরূপ নাগ

    অসাধারণ শব্দ প্রোয়গ,ভালো উপস্থাপন। আরো অনেক লেখো।

  59. সুন্দর ভাবের অনেক সুন্দর প্রকাশ। অভিনন্দন অশেষ।

  60. Debolina Purkayastha

    কাব্যিক দৃষ্টিকোণ থেকে এক বলিষ্ঠ বাস্তবতার কবিতা। জীবনের ছোট বড় সব দুঃখকে সরিয়ে রাখার কবিতা। এক সাহসী উপস্থাপন। মানুষের বিবেক বোধ উন্মোচনের কবিতা।

  61. মিতালী চক্রবর্তী

    চমৎকার কবিতা। অনবদ্য গল্পের মত এক কাহিনি বদলে যাওয়া সময়ের প্রতিকূলে প্রবাহমান। অসহায় সময়ের কান্নাকে দারুণ ভাবে ছবির মত তুলে ধরেছে এই কবিতায়। যুগ যুগ ধরে মানুষের ক্ষয়ে যাওয়া বিবেক বোধের তাড়নার এক অসাধারণ বহিপ্রকাশ এই কবিতা।

  62. এক অপূর্ব নিবেদন, কবিতার ভাষা অতি স্পষ্ট, এক অসহায় মানুষের বাঁচার লড়াইয়ের কবিতা। এক সুন্দর প্রচেষ্টা।

  63. খুব ভালো নিবেদন। হৃদয়৷ ছুঁয়ে যাওয়া গল্প যেন।

  64. জীবনের ঘাত প্রতিঘাতের অসামান্য ছবি। সুন্দর ভাবের সাথে পরিবেশিত হলো।

  65. খুব সুন্দর একটি কবিতা। অসাধারণ শব্দ ব্যবহারে সমৃদ্ধ হয়েছে কবিতা।

  66. Bastu vite haranor monograhi kobita, samyer gan gaite hobe amader. Valobasha jagate hobe bibeker modhye, taholei amra manush hisebe oikyo bodhdho hoye thakte parbo eksathe

  67. হিমাংশু মালাকার

    অপার সৌন্দর্যে ভরা কবিতাখানি।শিল্পীর মনের অব্যক্ত কথাগুলো সুন্দর ভাবে ফুটে উঠেছে।

  68. দারুণ কবিতা।হারিয়ে যাওয়া মাটির গন্ধ লেগে আছে লেখনীতে। অপার সৌন্দর্যে পপরিপূর্ণ। অনেক ভালোবাসা।

  69. Shipra Bhattacharjee

    হৃদয়ে জমে থাকা না বলা অনেক কথাই যেন উঁকিঝুকি দিচ্ছে আজ, সেই দুখের দিনগুলো চোখের সামনে ভেসে আসে। অত্যাচারিত হয়ে পালিয়ে পালিয়ে দিন কাটাতে হয়েছে অনেক। সেই সব দিনের কথা মনে ভেসে আসে আবার। সেই কষ্টের দিনগুলোর কথা।

  70. ভাষার অপূর্ব মেলবন্ধন।
    অনেক ভালো লাগার কবিতা।
    অপার শুভেচ্ছা।

  71. হরিনাথ সরকারের এক অনবদ্য দলিল যেন সমস্ত উদবাস্তু লোকের, অসাধারণ ভাবের প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *