হয়তো তুমি আমার ছিলে নাকোঅন্য কোথা অন্য কারো ঘরে,
আবার কবে জানি না দেখা হবে, আবার এসে মিলবো পরস্পরে।
প্রহর শেষে ভোরের রাঙা আলো,জড়িয়ে ধরে রাখতে পারি বুকে।
সারাটাদিন মনের কথা বলা,প্রহর যাবে বিনবিনানো সুখে।
হয়তো জেনো এটুকুতেই আছেহৃদয় জোড়া ফোটা ফুলের মেলা।
আমার সাথে রাগ করেছ করো, শব্দ নিয়ে নাহয় করো খেলা।
দেখবে তুমি নূতন রঙে ঢঙে সত্যি বলো দেখিনি কতদিন!
বুকের মাঝে জড়িয়ে ধরে রেখে মিটিয়ে দেবো ভালোবাসার ঋণ।
হয়তো দেখো আকাশ ভরা তারা,রইবে চেয়ে তোমার মুখ পানে।
অনর্গল বলবো কথা জেনো, এমনি করে ভালোলাগার গানে।
নাহয় মালা গাঁথবো তুলে ফুল, চুপটি করে দেখবে দিয়ে মন।
বুকের মাঝে থরথরিয়ে কেঁপে আমার আমি করবো সমর্পণ।