দেড়শ বছর পেরিয়ে এসেও
ক্রমবর্ধমান তোমার স্মরণ।
তুমি আমাদের মনের রবি
প্রাণের ঠাকুর তুমি যে মনন।
তেত্রিশ কোটি আছেন দেবদেবী
সাহিত্যে তুমি একাই রবি।
তোমার লেখা গীতবিতান
সবার ঘরেই পেয়েছে স্থান।
দুঃখে যখন থাকি মোরা
তোমার গানে হই পাগলপারা।
সুখের সময় তুমি রবি
কোলে তুলে নাও তুমি কবি।
সকাল-বিকাল তোমার কাব্যে
সিক্ত হই তোমার গীতি কাব্যে।
চারুলতা তুমিই দেখালে
শেষের কবিতাও তুমি পড়ালে।
জনগণমন আজ বিশ্বদরবারে
শ্রেষ্ঠ আসন নিল কেড়ে।
কবিগুরু তোমায় প্রণাম
বাঙালি হয়ে ধন্য হলাম।
আমরা যারা শখের কবি
সবাই তোমায় স্মরি রবি।
নিজের কীর্তিতে আজও অমলিন
তাইতো তুমি আজ বিশ্বজনীন।