আট-ই মার্চ করে যে স্মরণ
বিশ্ব নারী দিবস কর পালন!
অনেকে করে শ্রদ্ধা জ্ঞাপন
নারীদের দাও মিষ্টি ভাষণ।
তবু চলার পথে কত বাঁধা
নয় তো জীবন সিধে-সাধা।
অন্য সব দিনে অবহেলিত
কেন এই দিনটায় সন্মানিত?
নারী আমি মর্তে গর্ভধারিনী
সন্তানের একনিষ্ঠ জননী
মানিয়ে নিয়ে চলি সংসার
তবু মেটে না সব আবদার?
নিজের সুখ-দুঃখ রেখে দূরে
নিজেকে নিঙড়ে দিই সংসারে
কান্ডারী বেশে ভাসাই তরী
এই সমাজের লক্ষ্মী যে নারী।
নির্যাতন কত সইব আমরা আর
সমাজে পাই যেন ন্যায্য অধিকার
ভেবে এবার সম্মান করো হে নর
বিশ্ব জগতে স্বর্গসুখ নারী নির্ভর।