মনখারাপী মেঘদুপুরে
মেঘের ভেসে চলা,
একলা মেয়ে গুমরে মরে
আপন মনে বলা।
মেঘের মাঝে বেড়াস ঘুরে
সোনালী চুলে পরি,
পাখার ভরে ডানা মেলিস
স্বপ্ন বুকে ধরি।
মেঘদুপুরে ইচ্ছে করে
মেঘের দেশে ঘুরি,
মেঘের মাঝে পেঁজা তুলোয়
মনটা গেছে চুরি।
মনখারাপী মেঘদুপুরে
আবছা আলো খেলা,
ভাবনা যত ছড়ায় মেঘে
পাখির পিছে মেলা।
বৃষ্টি হয়ে থাকবো সাথে
মেঘের বুকে ভেসে,
চমক সেথা বিজলি যেথা
বলবে কথা হেসে।
পড়ব খসে বৃষ্টি হয়ে
ভর দুপুর মাঝে,
দাবোদাহের গরম জ্বালা
কমবে কিছু সাঁঝে।
বলবে সবে একেলা মেয়ে
থাকো ক দিন সেথা,
ঘুমের দেশে বেড়াও তুমি
চাঁদের বুড়ি সেথা।
ঠাকুমা বলে মনখারাপী
স্বপন কেন দেখো,
মন টা ভালো করতে হবে
কেমন করে শেখো।
বৃষ্টি ভেজা নাচের মাঝে
মন হাল্কা হবে,
তোমার গীতে তোমার নাচে
সদা নন্দ রবে।
মনখারাপী মেঘদুপুরে
গল্প বই পড়ো,
ইচ্ছে হলে গাইতে পারো
রবির গান ধরো।