মনের মাঝে স্বপ্ন এঁকে
যতন করে রাখা ,
বাবা মায়ের প্রেরণাই যে
ছিল সেথায় মাখা।
শিক্ষা লাভে ডিগ্রিটা নিয়ে
উপার্জন করে,
সুখ দেবো যে বাবা- মায়ের
দুঃখ টুকু হরে।
হায় রে,বিধি,বাস্তব যে
আঘাত বড়ো দিলো,
আশা ভরসা ধূলিসাৎ যে
স্বপ্ন কেড়ে নিলো।
হায় রে বিধি! চাকরি এক
যদিও গেলো জুটে,
মাস কুলোয় না মাহিনাতে
মরছি মাথা কুটে।
কত স্বপ্ন ছিলো আমার
গড়বো নিজ বাড়ি,
এখন দেখি, স্বপ্ন কাঁদে
প্রায়ই শূন্য হাঁড়ি।