কল্পনায় মন ভাসল
হৃদক্যানভাসে ছবি আঁকল
কল্পমন জানতে চাইল
মন হৃদআকাশে ফোন করল।
এখন তুমি কোথায়
ভেসে উত্তর এল
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চূচূড়ায়
গাড়ি এই ঢুকল।
আবার প্রশ্ন করল
কোথায় তুমি গেছিলে?
সে উত্তর দিল
বর্ধমানে সেই সকালে।
বাঁশি বেজে উঠল
ট্রেন সিগন্যাল দিল
চূচূড়া ছেড়ে গেল
গতিবেগ ক্রমে বাড়ল।
সে এবার ফিরছে
জানলার ধারেই বসেছে।
আনমনে কি যে ভাবছে
ট্রেন ছুটে চলেছে।
গাড়ি বালিতে থামবে
সে ওখানেই আসবে?
সত্যি সে কি নামবে?
প্রেমের জোয়ারে ভাসবে?
ব্যাকুল হৃদয় ভাবে
দুজনের আদৌ দেখা হবে?
হৃদয়কে মন কি কথা কবে
মন কি কথা রাখবে?
শীত গোধূলিবেলায়
পূর্ণ শশী জ্যোৎস্নায়
শীত বস্ত্র ছিল না গায়
এ কথা হৃদয় জানায়।
ফিরতে হল তাকে অনিচ্ছায়
রইল কিছু দিনের অপেক্ষায়
মন হৃদয়কে করল যাচাই
বলল পরের বারে আসা চাই।
বলল হৃদয় ভালবেসে
সুযোগ যদি আসে
দেবে তাকে সোনার হরিণ
শোধ হবে সব সময়ের ঋণ।