কালো বুনো মোষ নাদুসনদুস করবে সে বিয়ে,
দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন লম্বা বাই ও ডাটা দিয়ে।
বধূ চাই সুন্দরী,গায়ের রঙ ফর্সা, পটল-চেরা চোখ,
গায়ে-গতরে স্লিম, লম্বা দোহারা, অভিনেত্রীর মুখ।
দেনা-পাওনা বিশেষ কিছু নয়, চার চাকার গাড়ি,
পশ এরিয়ায় একটি নুতন, যা-চকচকে ফ্লাট বাড়ি।
গয়না-গাঁটি হাল ফ্যাশনের, সামান্য একশ ভরি!
মধুচন্দ্রিমা,প্যারিস নয়ত ভিয়েনা অবশ্যই দরকারি।
বর যে সরকারি চাকুরে, মায়ের বড় দেমাক,
নুন আনতে পান্তা ফুরায় পাড়া-পড়শী অবাক।
কুয়ার ব্যাঙ মাপে কুয়ার জল ডুব দিয়ে তলায়,
বর্ষাকালে কান পাতা দায়, মাতে ভেকধ্বনি গলায়।
মেয়ে’র বাপ কলুর বলদ, নেই এক পয়সার দাম
যৌতুক যোগার করতে মাথা থেকে পায়ে পড়ে ঘাম।
বাপের রাজকুমারী, শ্বশুরবাড়ির ক্রীতদাসী ঠেকা,
ছেলে যে রাজপুত্তর, খাঁটি সোনার আংটি, হোকনা তা বাঁকা।