এই যে বিনিদ্র ভাবনার ক্যানভাসে
সূর্যের রঙে রঙে
প্রথম পুবের আকাশ আঁকলাম ,
পৃথিবীর শেষ পরাজয়ের বধ্যভূমিতে
এর কখনও মৃত্যু হবে না ।
না- মেলা নামতা-মান হয়তো বা অভিমানে
ডুবে যাবে শত শত জন্মের বল্মিক পাটে ।
তবুও অনুপম আশার পালকে
এই দৃশ্য -সুখ চির ভাসমান হবে
স্বপ্নিল ইথার বিমানে ।
কটমটে ক্লান্তির দাহ্য দূষণে
এই সুধা-সাধ পুড়ে গেলে
থেমে যাবে আহ্নিক -বার্ষিক প্রেমের সাম্পান ।
আসলে বোধহয় পরিশ্রান্ত পাওয়া নয় ,
পাবো পাবো ইচ্ছে- স্বাদ
পুরে রেখে শ্বাস নিই
পড়োপড়ো জীবনের অশরীরী খাঁজে !