সুরের জলসা শেষে সুরলোকে
পাড়ি দিলেন কে-কে!
যে জীবন এত অনিশ্চিত,
সে জীবন নিয়ে এত আশা,
এত আকাঙ্ক্ষার ঢেউ!
কখন মরণ আসে জানে নাতো কেউ
যে জীবনএত দামী!
যে জীবনের জন্য ধন-দৌলত,
অর্থ-বিত্ত,গাড়ি-বাড়ি, বিলাস সামগ্রী,
সে জীবন কী ক্ষণস্থায়ী,
মুহূর্তে সব ছেড়ে চলে যেতে হয়
কেকে-র মত অবাক করে সবাইকে!
কে জানতো এই জলসাই হবে
তার জীবনের শেষ জলসা !
স্ত্রী-পুত্র, একান্ত প্রিয়জনকেও
একটি কথা বলার ও সময়
পেলেন না তিনি! পেলেন না,
এক পলক দেখারও সুযোগ!
তবুও এসব দেখেও নির্বোধ মানুষ
আমরা শিখিনে কিছুই!
ক্ষমতা-লোভী মানুষের তবুও
জাগে না বিবেক,জাগে না চেতনা!
কে কাকে সর্বস্ব ঠকিয়ে,
অবৈধ উপায়ে ক্ষমতা
দখল করা যায়,তার-ই মহড়া চলে!
রাজা থেকে মন্ত্রী, উজির থেকে নাজির
সবাই ক্ষমতার ক্ষীর খেতে ব্যস্ত!
কেউ জানেনা,মেঠো ইঁদুরের মত ধানে
মুখ দিয়ে হয়তো চলে যেতে হবে
মরণের ঘরে!
রয়ে যাবে কত স্বপ্ন,কত অসমাপ্ত গান!
কে কে-র মত আমাদেরও একদিন
সব কিছু রেখে,সব কিছু
ছেড়ে চলে যেতে হবে!
অমোঘ মৃত্যুর হাত থেকে
কারো কি আছে পরিত্রাণ?