বন্ধু সেজে কাছে এসে
কতোই কান্ড করেন
পারলে আমার পা দু’টোতে
সালাম করে ধরেন।
দেখলে আমায় মধুর সুরে
অনেক কথাই বলেন
অনেক সময় গায়ে ধরে
অনেকটা পথ চলেন।
সুযোগ পেয়ে লাফ দিয়ে সে
আমার কাধেই চড়েন
দু’হাত দিয়ে জোর করে সে
কান দু’টোকে ধরেন।
বন্ধু সেজে কাছে এসে
কতোই কান্ড করেন
পারলে আমার পা দু’টোতে
সালাম করে ধরেন।
দেখলে আমায় মধুর সুরে
অনেক কথাই বলেন
অনেক সময় গায়ে ধরে
অনেকটা পথ চলেন।
সুযোগ পেয়ে লাফ দিয়ে সে
আমার কাধেই চড়েন
দু’হাত দিয়ে জোর করে সে
কান দু’টোকে ধরেন।