কেবলই মনে হয় তুমি জীবন জুড়ে আমার আশ্বিন, কাশফুল, চকিত আলোর সৌরভ।
লোকে বলে দুঃখ জমে থাকে, সুখ ফুরিয়ে যায় অনন্ত আকাশে
–এপার ওপার জোড়া তোমার প্রতিমা, সিঁদুর খেলা সোনালী মেঘের মাঝে।
সেই সব বেদনার্ত সুখ নিয়ে যাব এবার জন্মের ওপারে।
পড়ে থাকবে সুখদুঃখের মালা গাঁথা ফুলহার শতাব্দীর পারে,
সিঁদুর লেগে কি রঙিন ভোর।
যাব,তবু কেন পা জড়িয়ে ধরে পৃথিবীর মাটি,
মধুময় পৃথিবীর বহতা বাতাস, আমার এ গান।
এ সবই রেখে গেলাম তোমার উদ্দেশ্যে।
ভালোবেসে রেখে দিও তোমার বুকের কাছে।
কোন একদিন,
হারানো বসন্তের দিনে
মনে পড়ে যাবে।