তবু ভেসে চলি নিরুদ্দেশ মেঘের সাথে,
গন্তব্যহীন পথে লালিত স্বপ্নে বিভোর,
প্রলেপ প্রশান্তির পরশ বুলিয়ে দেয় রিমঝিম,
বাইরে বিষম হিমসিম দায়সারা ঘনঘোর ।
আকাশের ক্যানভাসটাকে জড়িয়ে ধরি বুকে,
উন্মাদনায় মন তুলি সারে আঁকিবুঁকি,
মেঘ রোদের খেয়ালী লুকোচুরির খুনসুটি সান্নিধ্যে,
খেলাঘরের নিরলস মগ্নতার ভারসাম্যে ঝুঁকি।
ঠিকানা রাখিনি কোনো নির্দিষ্ট বিন্দুতে,
সম্পর্কের উষ্ণতা ছুঁয়ে বয় সাবলীল ধারা,
হৃদয়ের ভাঁজের পরতে পরতে উষ্ণতার পরশ,
অন্তঃস্থ ফল্গুধারার প্রবাহ আজ পাগলপারা ।
তবু ভেসে চলি নিরুদ্দেশ যাত্রা পথ ধরে,
সময় সাথী হয় প্রকৃতিকে আপন করে।