অনেক টাই মরে গেছে
পানপাতার মুখ
জল উড়িয়ে উড়া রাজঁহাস স্তন
আকাশ উড়নাতে বসন্তের আগুন চাষ
কাগজ কলমের হৃদয়
পুড়তে পোড়াতে পাণ্ডুলিপি ভিষ্মভূত
শরীর বৃত্তীয় আকাশে ব্যাধি বাসা বেঁধেছে
মাতৃদানিতে টিউমার
প্রি রিয়েড দিনগুলি তে পেঁচার যন্ত্রনা
রাতজাগা চোখে নক্ষএ চোখের নিচে পিরামিডের শহর
বাগানে ছুটছে কালবৈশাখী
নুড়ি পাথর ছায়া ফুল
জল থৈথৈ টেবিলের প্রেম অভিধান
মন
বৃন্ত চুত্য উদাস রামধুনু
আমি লক্ষ্মীর ভাড়ে ভালোবাসা যোগায় এখনো