একদিন ছিল এক সরল শৈশব,
সাজানো শৈশব ছিল বিভেদ ভুলিয়ে,
ছেলে-মেয়ে খেলতাম একান্ত নির্ভয়ে,
সেদিন ছিল না সত্যি কোনোই বৈভব।
ভাই-বোনের জীবন ছিল তো অভাব,
মারামারি খুনসুটি ভাব আড়ি দিয়ে,
মিলেমিশে থাকতাম সমস্ত সময়ে,
হৃদয়ে একাত্মতার ছিল না অভাব।
ইঁট,কাঠ,পাথরের ছিল না বাহার,
সেই সব দিন ফিরে পাওয়া দুষ্কর।
অবারিত মাঠে সেই বিকেলের খেলা,
আজ যে হারিয়ে গেছে সেই দিন গুলি,
জীবন এখন শুধু যেন চোরাবালি,
অসহায় মন বলে এটা সাঁঝবেলা।।
সাঁঝবেলার খেদ (Saajbelar Khed by Ranjana Guha)