তখনো লাস্য-আমন্ত্রণে ভ্রমণের হয় নি
অন্তিম চরণ|
অপ্সরা ডানাকাটারা ভাসছে সুরেলা মন্ত্রে
প্রেম-প্রেম পাগল-বিশ্বে|
হাতছানির অক্টোপাসে আগাপাস্তলায় যেন
লুডোর মই আর সাপের সন্তরণ|
ভাসাভাসির তীব্রতায় লাভার সম্ভাব্য
উদ্-গীরণ! নাচার নাছোড় রহস্যময়!
বেলাগাম অশ্বকে কাবু করার ইচ্ছেটুকুও
তখন নস্যাৎ চুম্বকের চুম্বনে|
পিপীলিকার পাখনা উড়ন্ত! উড়ুক উড়ুক
ফরফরিয়ে, সান্নিধ্যে আসুক মরণ!
তখনো লাস্য-রস চেটেপুটে ভক্ষণে
বয়েসটাই ছিল ফিদা-কামনার সরব প্রকাশন|