হয়তো তোমার জন্য
হয়েছি প্রেমে যে বন্য
না বাবা, তোমার জন্য প্রেমে বন্য হতে পারবো না
সভ্যতার আবরণে ঢেকে রাখবো আমার প্রেম।
স্বপ্নের গোপন কুঠুরিতে নিত্য তার আনাগোনা তাইতো স্বপ্নের জাল বুনতে বুনতে একটা যুগ পার করে এসেছি।
হয়তো তোমার জন্য কয়েকটা কবিতায় আঁচড় কেটেছি
রাতের আকাশের তারাদের সঙ্গে গল্প করতে করতে কখন রাত পার করে ফেলেছি !
চাঁদের আলো আঁচল দিয়ে আড়াল করেছি শুধু সভ্যতাকে আপন করে নিতে।
শান্ত নদীর জলে নিজের ছায়া দেখে মুখ লুকিয়েছি সভ্যতার আড়ালে।
তখন ছিলাম স্রোতস্বিনী নদীর মতো,কলকল বেগে দুরন্ত গতিতে এগিয়ে যেতে গিয়ে হঠাৎ থমকে গেছি।
সভ্যতার হাতছানি গিলে নিতে চাইছে আমার স্বপ্ন গুলো।
কিন্তু কি করে রক্ষা করবো ওদের, ওরা যে অবুঝ শুধু বারবার উঁকি দিয়ে কি যে খোঁজে সারাক্ষণ !
অনেক চেষ্টায় শান্ত করতে পেরেছি ওদের একটু
তবে কতদিন ওদের চুপচাপ লুকিয়ে রাখতে পারবো !
ফুলের মতো নিষ্পাপ ওরা, বোঝেনা সভ্যতার নিয়ম-কানুন ।
যেদিন বাগানের সব ফুলগুলো হঠাৎ দমকা হাওয়ার দাপটে ঝড়ে পড়ে গিয়েছিল,
সেদিন ওদের সঙ্গে আমিও কেঁদেছিলাম খুব।
তখন আবার মনে পড়ে গিয়েছিল সভ্যতার ভ্রুকুটি।
তাই প্রেমকে সভ্যতার আবরণের আড়াল থেকে পুজো করে চলেছি প্রতিদিন ।