সহ্যের পরিধি ছড়িয়ে পড়েছে যোজন দূরে ,
মানবিক দূরত্ব এখন গা সহা বাস্তবতা ,
উত্তাপ অনুত্তাপে নখদন্তের আঁচড় কাটে স্মৃতি রোমন্থনের কালবেলা ,
নির্বিকার সময় মুচকি হেসে এগিয়ে চলে নির্লিপ্তে……
নিখুঁত উচ্চারণে সমান্তরাল রেখা বরাবর হেঁটে চলি,
নিরুদ্দেশ জোনাকির মিহিন আলোয় কাটে আঁধার ,
নির্ঘুম ক্ষণ গুনে গুনে ধরি আলোপথ,
ধ্রুবতারা জেগে থাকে জাতিস্মর ঋণের বোঝায়,
আমার বেভুল সরল পথে সাজিয়ে রাখে জীবনের সহজপাঠ।
সমান্তরাল রেখা বরাবর এগোয় দীর্ঘ পথ,
ইচ্ছে দানা বাঁধে সমবিন্দু ছুঁতে প্রান্তিক সন্ধিক্ষণে,
যোজন ব্যবধান ক্ষীণ হয়ে আসে ভাবনার সংলাপে,
সম্পর্কের শীতলতায় জমাট বাঁধে উষ্ণতার পারদ,
সহ্যের সীমারেখায় খেলা করে নিখাদ আলোর বিচ্ছুরণ……..