একদিন কি মন গেল, বেরিয়ে পড়লাম সত্যের খোঁজে ।
জানতাম, যে, ব্যাপারটার নিষ্পত্তি হবে না অত সহজে ।
কারণ, সত্য যে লুকিয়ে অন্তরে ,
প্রকাশের তাড়নায় কাঁদছে অঝোরে ।
আমি গিয়েছিলাম কিন্তু দেখা দিল না মোরে ।
মিথ্যা ওরে বন্দী রেখেছে অথই সাগরে ।
মিথ্যার সৈন্য বাহিনী ভীষণ শক্তিশালী ।
ধরনীকে করেছে গ্রাস, আঁধারের চোরাবালি ।
ক্লান্ত শরীরে এসে বসলাম বৃক্ষতলে ।
চোখ মুদিতেই কানে কানে এসে বলে ।
সে বেঁচে আছে কিন্তু অস্তিত্ব তার সংকটে ।
ভয়ে প্রকাশ্যে আসছে না, যদি অনর্থ ঘটে ।
আমার মতো অনেকেই ব্যর্থ, সত্যরে খুঁজে পেতে ।
সত্য বোধহয় অপহৃত, একলা যেতে যেতে ।
ক্ষীণ হতে হতে, ক্ষুদ্র এখন আলোর পরিসর ।
ছদ্মবেশে পৃথিবী এখন আঁধারে অগ্রসর ।