কঠিন বড়ো সত্যের লড়াই
নানা বিঘ্ন আসে,
নির্ভীক মন রাখেন যেজন
সকল বাধা নাশে।
সত্য সদা রূঢ় অতি
সয়না সবার ধাতে,
মিথ্যাচারী ক্ষোভে ফুঁসে
আঘাত হানে তাতে।
ভবের মাঝে দুমুখো লোক
ছলচাতুরির ছলে,
মুখে মিষ্টি ভেতর গরল
সমাজ বুকে চলে।
মানী যারা সদাই তাঁরা
মান- সম্মানের ভয়ে,
দেখেশুনে চুপটি থাকেন
শতেক ক্ষতি সয়ে।
সাহস নিয়ে মনের বলে
রুখে ওঠেন যারা,
সত্যের লড়াই কঠিন হলেও
জয়ী যে হোন তাঁরা।