সত্যের বর্মে আবৃত যারা
শঙ্কা রাখে দূরে,
নির্ভীক মনে পথটা চলেন
সারা জীবন জুড়ে।
যুগে যুগে পীর নবী সব
সত্যের সাধন করে,
ধর্মে কর্মে মর্মে তাঁরা
ছিলেন সত্য ধরে।
ভন্ড যারা পাপাচারী
মিথ্যা রটায় কত,
সত্যের জ্যোতি নাশে তাদের
ষড়যন্ত্র যত।
মিথ্যে পথে চলে যারা
কলুষ ভরা মনে,
প্রতি পদে ঠোক্করটা খায়
সত্য বাদীর সনে।
দৃপ্ত পদে প্রতিবাদে
মুখর হলে সবে,
সত্যের বর্মে ধূলিসাৎ যে
মিথ্যাচারী হবে।