কুজন রবে ফেরে নীড়ে বিহঙ্গ,
মনুষত্ব গিলছে কাল ভূজঙ্গ।
ভীরু দুচক্ষু নিরখিয়া অঙ্গনে –
কালডাক দেয় ধ্বংস চয়নে ।
কিবা দিনে কিবা রাতে অচেতন-
মানব , না ওড়ায় প্রেমে কেতন,
বৃথা বয়ে যায় জীবনের বেলা
অসমাপ্তই দেখি কর্মের খেলা।
সংশোধনেই পাল্টাবে আমূল –
কর্মযজ্ঞে জীবনের যত ভুল।