শৈশব বেলার সুখের স্মৃতি
ভীষণ মনে পড়ে।
মায়ের কাছে বায়না কতই
আঁচল টেনে ধরে।
পাড়ার যত ছেলেমেয়ে
একত্রে সব মিলে,
দুপুরবেলা ছুটির দিনে
কাটতাম সাঁতার ঝিলে।
স্কুলের শেষে ফেরার পথে
যেতাম তেঁতুল তলে,
কুড়িয়ে সব আনতাম তেঁতুল
আচার খাবো বলে।
একসাথে সব খেতাম বসে
নুন আর লঙ্কায় মেখে,
বাড়ির আচার করতাম চুরি
কেউ যেনো না দেখে।
হারিয়েছে আজ সেইসব দিন
কেউ মাতেনা খেলায়,
সারাটা দিন শুধুই পড়া
এখন শৈশব বেলায়।