অসমাপ্ত স্মৃতির পাতা ছিঁড়ে-ছিঁড়ে তোমার বুকে-
ভালোবাসার মানচিত্র আঁকতে চেয়েছি।
তুমি নিত্য নতুন ঠোঁটে রঞ্জিত করেছো তোমার ঠোঁট,
আমি গোলাপ হয়ে অক্ষ্যত হতে চেয়েছি ওই ঠোঁটে।
গোধূলির আলোয় একবার দেখতে চেয়ে-
দীর্ঘ জীবন অপেক্ষায় কেটে গেছে যৌবন।
তাল-তমালের ফাঁকে-ফাঁকেই আজ নিয়েছি অবসর,
জীবন সায়াহ্নের একাকীত্বে বল – তুমি ভালো আছো তো।
আজ বড় চেনা লাগে পেছনের যত ইতিহাস
আজ বুঝেছি কড়া চাবুক নিয়তির পরিহাস।
অপরাধ বোধের ক্লান্তি নেই কোন অন্তরে
বিচারের কাঠগড়ায় আমি ফরিয়াদি শূন্য প্রান্তরে।