খুব ইচ্ছা করে আকাশ হতে
সবখানে থাকবে আমার নজর
আমি দূর থেকে দেখবো তোমায়,
তোমার ব্যস্ততা, তোমার ক্লান্তি,
আর তোমার হাসি মুখ।
কত খুশি হবো জানো !
তখন তোমাকে দেখে।
তুমি খুঁজো না আমাকে,
তোমার কাছে ধরা দেবো না বলেই
আকাশ হতে চেয়েছি
পাখির কলরবে ঘুম ভাঙবে আমার
আবার ক্লান্ত পাখির বাসায় ফেরা দেখে
তবেই ঘুমাবো।
আর মাঝখানের এই জেগে থাকার সময়ে
তোমাকে প্রাণ ভরে দেখবো।
যখন আমার কালো কেশরাশি
ছড়িয়ে দেবো আকাশে –
তখন তুমি ভেবো আকাশে মেঘ জমেছে,
আর বৃষ্টি হয়ে ঝরবে যখন আমার অশ্রু ধারা
তখন তুমি নিজেকে সিক্ত করে নিও
তোমায় কিছু দিতে পারবো না আমি
তাই দক্ষিণ হাওয়ার সিগ্ধতায় ছড়িয়ে দেবো
আমার ভালবাসা –তোমার দেহে, অন্তরে।
যখন খুব মনে পরবে আমার কথা
তখন আকাশের দিকে তাকিয়ে দেখো আমায়!
আমি তোমার চোখের তারায় ভেসে বেড়াবো
আর হালকা বাতাসে তোমাকে চুম্বন করে যাব
তখন তুমি পারবে চিনতে আমাকে?
বুঝতে পারবে -আমি তোমার কত কাছে আছি!
আমি আকাশ হতে চাই —-
তোমাকে প্রাণ ভরে দেখবো বলে!
বৃষ্টি হয়ে তোমাকে স্পর্শ করবো বলে!
স্নিগ্ধ বাতাসে তোমাকে চুম্বন করবো বলে!
আমি আকাশ হতে চাই!
শুধু তোমার জন্য!