সমাজ জীবন গড়তে সুন্দর বই পড়ুন ও বই পড়ান,
শিক্ষিত দেশ সদাই যে পায় উন্নতিশীল দেশের মান।
বইমেলাতে বই কিনে তাই বিলিয়ে দাও গরিব সবে,
লেখাপড়া শিখলে তাদের বিবেক বুদ্ধি জাগ্ৰত হবে।
দেশের মানুষ হলে বিদ্বান গণতন্ত্রের হবে জয়,
চেতনার উন্মেষ ঘটবে দেশে যদি সবাই শিক্ষিত হয়।
নিরক্ষর সব স্বাক্ষর হয়ে করবে ভালো মন্দ বিচার,
অন্যায় কলুষ রুখে দিতে প্রতিবাদে হবে সোচ্চার।
পড়লে বই প্রজ্ঞা বুদ্ধি সচেতনতা বাড়ে সবাকার,
প্রগতি ও প্রযুক্তির যুগে প্রত্যেকের শিক্ষা অবশ্যই দরকার।