দারুণ অগ্নিবানে মেদিনী উতপ্ত
ভৈরব দহন রূপে,
হাহাকার শোনা যায় পথে
গলছে পিচ চুপে।
গ্লানি খেদ অভাব মুছে
আবর্জনাকে দূরে ফেলে,
গ্রীষ্ম এলো বৈশাখ রূপে
দাবদাহে চোখ মেলে।
অপরাহ্নের শিখা জ্বালায় আগুন
পিপাসায় কাতর জনে,
কালবৈশাখী আয় দেখি গর্জনে
শান্ত হবে তবে মনে।
নববর্ষে বৃষ্টিবিহীন বৈশাখী
প্রাণ করে আন চান,
গরম হলকা কাঁপায় দেহ
পোড়ায় মন প্রাণ।
বকুল গন্ধে চাঁপার বাসে
মন হলো আমোদিত,
গ্রীষ্ম তুমি আমে জামে
করো মোরে আচ্ছাদিত।