লাল সবুজের নিশান ওড়ে
যাঁদের প্রাণের আত্ম দানে,
তাজা রক্ত দিয়ে তাঁরা
স্বাধীনতার সুখটি আনে।
কত কত মা বোনেদের
লাল সিঁথি যে হলো সাদা,
আপন জনের বিয়োগ ব্যথায়
বিষাদ ভরে শুধুই কাঁদা।
তিরিশ লক্ষ প্রাণের বাতি
নিভে গেলো যাঁদের জন্য,
শ্রদ্ধা ফুলে প্রণাম রাখি
অমর শহিদ তোমরা ধন্য।
দেশের প্রতি অটুট ছিল
ভালোবাসা মাখা প্রীতি,
ইতিহাসে আছে লেখা
তাঁদের অমর ত্যাগের গীতি।
স্বাধীনতার ওড়ছে আজি
নিশান দেখো সবুজ লালে,
জয়ের তিলক আঁকলো যারা
দেশ জননীর দুখের ভালে।