পলাশপ্রিয়া আভূষণে পলাশ ধরে
চিত্তকে করলে জয়,
পলাশমাসে পলাশপ্রিয়া বাঁশির সুরে
তাড়াবে মনের ভয়।
বসন্তরাজ আগুনবেশে ফাগুন মাসে
লালিমা মেখে খেলে,
সাঁওতালি মেয়ে নাচের তালে
পেখম খানি মেলে।
কালো রূপের মাদকতায় ভেসে
পলাশ প্রেম মেখে,
মহুয়া খোঁজে ভাসবে নেশায়
প্রেমের বাঁধন রেখে।
ওগো সুন্দরী রূপের মাধুরী
কালো জগতের আলো,
গলায় কানে খোঁপায় রেখে
দেখায় তোকে ভালো।
পলাশপ্রিয়া বেদবাণী জ্ঞানের দেবী
সুরের সাম্রাজ্ঞী বলে,
শ্বেতবসনা হংসবাহনে আসেন মর্ত্যে
পুজো নেবার ছলে।
নেশার ঘোরে যাওয়া বারণ
পাপ লাগবে তোর,
জ্ঞানের ফল খেলে পরে
লাগবে বিদ্যার ঘোর।