রামায়ণ : লঙ্কাকাণ্ড – ইন্দ্র কর্ত্তৃক রথ প্রেরণ
হাতে ধনু শ্রীরাম ভ্রমিছেন রণস্থলে।
লঙ্কা তোলপাড় বানরের কোলাহলে।।
কোলাহল শুনি রাবণ আইল ত্বরিতে।
ভুবনবিজয়ী ধনুর্ব্বাণ করি হাতে।।
চারি চাকা রথখান অষ্ট ঘোড়া বহে।
কনক-রচিত রথ ত্রিভুবন মোহে।।
হেন রথে উঠি যুঝে রাজা দশানন।
শ্রীরাম উপরে করে বাণ বরিষণ।।
রথোপরে যুঝে রাবণ, রাম ভূমিতলে।
দেবগণ কম্পমান গগন-মণ্ডলে।।
লইয়া ব্রহ্মার আজ্ঞা যতেক অমর।
রাম লাগি রথ পাঠাইল পুরন্দর।।
স্বর্গ হৈতে আসে রথ পড়িছে বিজুলি।
রথ হৈতে মাথা নোঙায় সারথি মাতলি।।
ইন্দ্র পাঠাইল রথ দিব্য ধনুঃশর।
আর এক পাঠাইল সুবর্ণ-টোপর।।
মারি প্রভু রাবণে দেবের কর হিত।
ত্রিভুবনে কীর্ত্তি রাখ রামায়ণ গীত।।
রাম লক্ষ্মণ সুগ্রীব রাক্ষস বিভীষণ।
আচম্বিতে রথ দেখি চমকিত মন।।
কোথাকার রথখান কাহার মাতলি।
রাবণ প্রেরিত রথ মায়ার পুতুলী।।
রামেরে চিনিতে নারে দুষ্ট দশস্কন্ধ।
রথে তুলি কোথা লবে করিয়া প্রবন্ধ।।
কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ।
রথ দেখি রাম-সৈন্য ভাবে মনে মন।।