বিপদ দেখলে পালায় যতো
কাপুরুষের দল,
মুখে তাদের হম্বিতম্বি
বুকে ভরা ছল।
এমনতরো মানুষেরা
কোন কর্মের নয়,
দায়িত্বভার নিতে এদের
মনে দারুন ভয়।
সংসারেতে অশান্তি যে
এদের দ্বারাই হয়,
যতোই বুঝাও তবুও ওরা
কর্ম বিমুখ রয়।
বোঝার উপর শাকের আঁটি
কাপুরুষের দল,
বলতে গেলে ফ্যাচফ্যাচিয়ে
নাকি কান্নার ঢল।
কাপুরুষের নাইকো অভাব
পৃথিবীতে ভাই,
পরের ঘাড়ে চেপে দিব্যি
খাচ্ছে এরা তাই।
স্বভাব দোষে ওরা যে হয়
সবার চক্ষু শূল,
এদেরকে আজ বদলানোটাই
লক্ষ্যটা হোক মূল।