শরৎ রানি দেখায় মানি
রোদ বৃষ্টি খেলা,
কাশের কোলে ঝালর দোলে
গুচ্ছ ফুলে মেলা।
ফুলের রাশি শিশুর হাসি
খেলার ছলে দোলে,
তুলবে ফুল নেইকো তুল
ফুলের রূপে ভোলে।
দীঘির জলে. অতল তলে
মণি মুক্তো রাশি,
নীলকমল লালকমল
মুখটি তুলে হাসি।
মায়ের মুখ দেখেও সুখ
নন্দে ভরে মন,
মঞ্চ জুড়ে আলোয় মুড়ে
নৃত্য করে ক্ষণ।
পুজোর তরে মহিষ পরে
দেবী চরণ রাখি,
ত্রিশূল বুকে অসুর মুখে
রক্ত রেখা আঁকি।