চৈত্রের প্রচন্ড তাপদাহের পর যখন,
কালবৈশাখীর দুরন্ত ঝড় বৃষ্টি আসে।
ভিজে মাটির বুক তখন বৃষ্টির সোহাগে সোহাগী।
সোঁদা মাটির গন্ধে মন উথালি পাথালি।
মাটি-বৃষ্টির সঙ্গমে,
শুকনো মনমরা ডাল পাতা সবুজে উজ্জ্বল।
কুঁড়ি ধরে, ফুল ফোটে
নতুনের আহ্বানে বৈশাখ আসে।
নববর্ষ আসে, বাঙালির ঘরে ঘরে উৎসবের মরশুম।
গনেশ বাবাজি মর্তে আসেন শুভ বার্তা নিয়ে।
যেন জন্মেলগ্নের এক শুভক্ষণ।
আম্রকাননে মুকুল ধরে।
সবকিছুই বড়ই নতুন লাগে,
বৈশাখী এলে প্রানে হিল্লোল জাগে।
নতুন হয় মা ধরিত্রী।